👤 নিজস্ব প্রতিবেদক, মহেশখালী
কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর বিশেষ অভিযানে শটগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রমিজ উদ্দিন (৪৫)। তাঁর বাড়ি কালারমারছড়ার ৬নম্বর ওয়ার্ডে।
নৌবাহিনী জানায়, রমিজ উদ্দিন চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহণ চাঁদাবাজ। তাঁর ঘর তল্লাশি করে একটি শটগান ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা ও অস্ত্র মামলা রয়েছ ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত ভট্টাচার্য্য বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।