Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু, অন্য শিশু হাসপাতালে

পুকুরে গোসল করতে নেমে কক্সবাজারের চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার সিকদারপাড়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো স্থানীয় নবী হোসেনের মেয়ে সানজিদা হোসেন (৮) ও জমির উদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত (১০)। এরমধ্যে মিফতাহুল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

একই ঘটনায় গুরুতর অসুস্থ আহাদুল ইসলামকে (৫) কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহাদুল মারা যাওয়া শিশু সানজিদা হোসেনের ভাই।

স্থানীয় আরিফ মাঈনুদ্দিন বলেন, আজ দুপুরে তিন শিশু বাড়ির পাশের পুকুরে গোসলে যায়। এসময় অসতর্ক অবস্থায় তিনজনই পুকুরে ডুবে যায়। স্থানীয় লোকজন চিৎকার চেঁচামেচি শুনে পুকুর থেকে তাদের উদ্ধার করে। এরমধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যায়। অন্যজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

2Shares