Search
Close this search box.
Search
Close this search box.

বদরখালী বাজারে ব্যবসায়ীকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে ফরহাদ উদ্দিন (৩৫) নামের এক মাছ ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে তাঁর মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বদরখালী বাজারে মিতালি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী ফরহাদ উদ্দিন চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঈদমনি এলাকার কামাল উদ্দিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন বলেন, সোমবার রাত ৯টার দিকে ব্যবসায়িক হিসেব নিকেশ শেষে স্থানীয় মিনহাজ উদ্দিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বদরখালী বাজারে যান ফরহাদ। রাত দশটার দিকে বাজারের মিতালি হোটেলের সামনে মোটরসাইকেল থামিয়ে কিছু ফল কিনছিলেন তিনি। ওইসময় ঘা ঘেঁষে মোটরসাইকেল চালানো নিয়ে ফরহাদের সঙ্গে আরেক মোটরসাইকেল চালকের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ৫-৬ জন বখাটে তাকে লোহার পাইপ ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। মারধরে ফরহাদের মাথা ও মুখমন্ডলে জখম হয়। ভেঙে গেছে একটি হাতের কব্জি। হামলার একপর্যায়ে বখাটেরা তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। 

ব্যবসায়ী ফরহাদ উদ্দিন বলেন, তাঁর উপর হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় বদরখালীর আলোচিত বখাটে রিকু ও দিদার নেতৃত্ব দিয়েছেন। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বদরখালী বাজারে হামলার ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেননি।

11Shares