No reporter name available.
মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে টাইফুন ইয়াগির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ আরও ৭৭ জন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে দ্য ইউনাইটেড ন্যাশনস অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ)।
সোমবার ওসিএইচএ জানিয়েছে, এই ভয়াবহ বন্যার ফলে প্রায় ৬ লাখ ৩১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিয়ানমারের রাজধানী নে পাই তাও, মধ্য মান্দালয়, মোন, কাইন ও শান রাজ্যসহ অন্তত নয়টি অঞ্চল ও রাজ্য এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসিএইচএ আরও জানিয়েছে, বন্যা প্লাবিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে খাদ্য, খাবার পানি, ওষুধ, পোশাক ও আশ্রয়কেন্দ্র দরকার। কিন্তু ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও সেতুর পাশাপাশি অস্থিতিশীল টেলিযোগাযোগ ও ইন্টারনেটসেবার কারণে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
চলতি মাসের শুরুর দিকে উত্তর ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড ও মিয়ানমারে টাইফুন ইয়াগি আঘাত হেনেছে। সরকারি তথ্যানুসারে, এর ফলে সৃষ্ট বন্যায় ৫০০ এরও বেশি মানুষ মারা গেছে।