👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া ফোরকান হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল বুধবার পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান এই কমিটি গঠন করেন। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে সময় দেয়া হয়েছে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী অ্যান্ড অবস বিভাগের কনসালটেন্ট শাহনাজ পারভীনকে। এই কমিটিতে অন্য যাঁদের সদস্য করা হয়েছে তাঁরা হলেন শিশু রোগ বিশেষজ্ঞ মোহাম্মদ জায়নুল আবেদীন, মেডিকেল অফিসার এস এম তৌহিদুল ইসলাম , এস এস এন উম্মে বিলকিছ, মিডওয়াইফ উম্মে সালমা।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি পেকুয়া ফোরকান হাসপাতালের বিরুদ্ধে নরমাল ডেলিভারির নামে জোরপূর্বক সাইট সিজার এবং জবরদস্তি করে নবজাতক হত্যার অভিযোগ করেছেন। এই প্রেক্ষিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে অনুরোধ করা হয়েছে।