👤 নিজস্ব প্রতিবেদক, মহেশখালী
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাঁর নাম শাহজাহান। গতকাল বুধবার মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় অভিযান চালিয়ে গুলিভর্তি একটি শটগানসহ তাঁকে আটক করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে আটক সন্ত্রাসী শাহজাহান দৌড়ে পালানোর চেষ্টা করলে নৌ সদস্যরা তাঁকে ধরে ফেলেন। পরে তল্লাশি করে তাঁর কাছে একটি শটগান ও গুলি পাওয়া যায়।
আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।