পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের কাছারীমুড়া আছদ নসরত শাহ খিজির (র.) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া বেগম ও সভাপতি রেজাউল করিমের বিরুদ্ধে স্কুলের বিভিন্ন বরাদ্দের অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১১আগস্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি নুরুল আমিন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
লিখিত অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম ও স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত রাজিয়া বেগমকে বিবাদি করা হয়।
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল আজম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করতে পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের বরাদ্দের টাকা, সরকারি পাঠ্যপুস্তুক বিক্রি করা টাকা, পরীক্ষার সনদ বিক্রি ও শ্রেণী শিক্ষকের স্বাক্ষর জালিয়াতি, নতুন শিক্ষার্থী ভর্তিতে টাকা আদায়, এসএমসি সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে রেজিস্ট্রার সিদ্ধান্ত লিপিবদ্ধ করা, বিদ্যালয়ের ল্যাপটপ প্রধান শিক্ষকের বাসায় ব্যক্তিগত কাজে ব্যবহার করার ফলে মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়া, ইউনিসেফ কর্তৃক সরবরাহকৃত শিক্ষা উপকরণ ও স্যানিটারী বিতরণে অনিয়ম, এসো শিখি প্রজেক্টের সরবরাহকৃত ব্যাগ বিতরণে অনিয়ম, সিলিপ ফান্ড ও কন্টিজেন্সি বিলের টাকা আত্মসাৎ, সহকারী শিক্ষকদের মানসিক নির্যাতন, কোচিং বাণিজ্যসহ প্রশ্ন ফাঁস, শিক্ষার্থী ও অভিভাবকের সাথে দুর্ব্যবহারের ফলে শিক্ষার্থীর উপস্থিতি কমে যাওয়া, অনুমোদিত ক্লাস রুটিন অনুযায়ী শ্রেণী কার্যক্রম না চলা, ওয়াশ বন্ধ ও নষ্ট করাসহ নানা অভিযোগ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া বেগম ও সভাপতি রেজাউল করিমের বিরুদ্ধে। এই দুজনের যোগসাজশে সরকারি টাকা লুটপাটের মহোৎসব চলেছে।
এবিষয়ে রাজিয়া বেগম বলেন, এটি আমার বিরুদ্ধে যড়যন্ত্র। এ বিষয়ে পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরীকে অবগত করেছি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম স্কুলের সুন্দর পরিবেশকে বিনষ্ট করতে প্রধান শিক্ষক ও তাকে জড়িয়ে একটি কুচক্রীমহল অভিযোগ করছেন বলে দাবি করেন।
পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবুল আখতার বলেন এধরনের একটি অভিযোগ তদন্ত করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্যার আমাকে বলেছেন। অভিযোগটির তদন্ত চলছে।