👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লালব্রীজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এঘটনা ঘটে।
নিহতের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ার সাবেক ইউপি সদস্য নুরুল হকের ছেলে। পাঁচ দিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফেরেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, রফিকুল মোটরসাইকেল নিয়ে হারবাং যাচ্ছিলেন। তিনি হারবাং লালব্রিজ এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের বিপরীতমুখী একটি বাস রফিকুলকে আরোহী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত রফিকুল।
নিহতের ভায়রা রাজিব হাসান বলেন, সৌদি আরব থেকে দেশে ফিরে পাকা বাড়ি করার সিদ্ধান্ত নেন রফিকুল। এজন্য ইট আনতে মোটরসাইকেল নিয়ে হারবাং যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে একটি ঘাতক বাস তাঁর জীবন কেড়ে নিয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাইওয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ঘাতক গাড়িটি চিহ্নিত করতে কাজ করছে।