👤 প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, “জুলাইয়ের ছাত্র-জনতার গণবিপ্লব বাংলাদেশকে বহুমাত্রিক সংকট থেকে রক্ষা করেছে। বাংলাদেশ একটি কঠিন সময় অতিক্রম করে এসেছে। আওয়ামী সরকার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু কেড়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যায়। তারা আমাদের ঈমান পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিল। তারা আমাদের পরবর্তী প্রজন্ম ও ভবিষ্যত ধ্বংস করার রূপরেখা তৈরি করেছিল। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে সেটি নস্যাৎ হয়ে গেছে।”
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাইক্ষ্যংছড়ি থানা আমীর ওমর ফারুক সিরাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবু নাছেরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এস এম আব্দুস সালাম আজাদ। বক্তব্য দেন শহীদুল আলম বাহাদুর, শাহ আলম, রফিক বশরী, আ ম রফিকুল ইসলাম, বদিউল আলম, আব্দুস শকুর, তাওহীদ আজাদ, মোহাম্মদ নুরুল আজিজ, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।
মুহাম্মদ শাহজাহান বলেন, 'শেখ হাসিনা সরকারের সীমাহীন ঘুষ-দুর্নীতি, লুটপাট, শেয়ারবাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থপাচারের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে। বিগত ১৬ বছরে বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ অনেক আগেই শেষ হলেও কাজ আজো শেষ হয়নি। দফায় দফায় ব্যয়ের অঙ্ক বৃদ্ধি করে টাকা লুটপাট করেছে। ডেসটিনি, হলমার্ক কেলেঙ্কারি, রিজার্ভ ফান্ডের টাকা চুরি এবং সর্বশেষ ইসলামী ব্যাংকের অর্থ লুটপাট দুর্নীতির এক কলঙ্কজনক নজির হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।'
তিনি আরও বলেন, 'প্রশাসনের উপর এখন কালো শক্তির চাপ না থাকা সত্ত্বেও যারা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে না তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে না।' তিনি কাঙ্খিতমানের বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল শ্রেণি পেশার জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান।