Search
Close this search box.
Search
Close this search box.

তিন পার্বত্য জেলায় চলছে অবরোধ, রাঙামাটিতে পরিবহন ধর্মঘট

চট্টগ্রামের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে চলছে সড়ক ও নৌপথ অবরোধ। শনিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে ৭২ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি। নাম দেওয়া হয়েছে ‘সিএইচটি ব্লকেড’।

অবরোধের কারণে তিন জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এর আগে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত হয়। আহত হয় দুই পক্ষের অন্তত ৫৫ জন। হতাহতের প্রতিবাদ ও দোষীদের শাস্তি দাবিতে শুক্রবার ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র–জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে গতকাল প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।

এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামের সংগঠন। এছাড়া পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও (ইউপিডিএফ) অবরোধে সমর্থন জানিয়েছে।

রাঙামাটিতে পরিবহন ধর্মঘট

এদিকে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা। জেলায় সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি, ট্রাক ভাঙচুর ও শ্রমিক আহতের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। শনিবার সকাল থেকে শুরু হয়েছে ধর্মঘট। শুক্রবার রাতে এক যৌথ সভায় এই সিদ্ধান্তের কথা জানান নেতারা।

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-রাঙামাটি ট্রাক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম আকাশ, মাইক্রোবাস মিনিবাস সমিতির অর্থ সম্পাদক দিদারুল আলম, রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, চট্টগ্রাম-রাঙামাটি মালিক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন প্রমুখ।

তারা জানান, সংঘর্ষের ঘটনায় ৩টি বাস, ৪টি সিএনজি, ১২টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আহত হয়েছেন বাসচালক ও হেলপার ৬ জন, সিএনজি চালক ৩০-৩৫ জন এবং ট্রাক চালক ১২ জন। এদের মধ্যে ২ জন সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।

রাঙামাটি সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, যানবাহনের ক্ষতি করা হয়েছে। দুই শ্রমিককে কুপিয়ে জখমের পাশাপাশি অনেককে নানাভাবে আহত করা হয়েছে। এর প্রতিবাদেই ধর্মঘট। সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

অবরোধে সকাল থেকে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি-চট্টগ্রাম যাত্রাপথে চলাচলকারী শান্তি পরিবহনের বাস চলছে না। আজ সকালে চট্টগ্রাম নগরের অক্সিজেনের মোড়ের কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করা হয়নি। কাউন্টারে গিয়ে কয়েকজন যাত্রী ফেরত যান। একইভাবে একই রুটে চলাচলরত বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসও সকালে কোনো প্রান্ত থেকে ছাড়েনি। আন্ত–উপজেলায় চলাচলকারী জিপ বা সিএনজিচালিত অটোরিকশাও চলছে না।

একইভাবে রাঙামাটি ও বান্দরবানের সঙ্গেও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাঙামাটিতে চলাচলকারী পাহাড়িকা এক্সপ্রেস ও বান্দরবানের পূরবী ও পূর্বাণী বাস চলছে না। এ ছাড়া ঢাকায় চলাচলকারী বাসও ছাড়েনি। তিন জেলার সঙ্গে পণ্য পরিবহনের ট্রাক ও পিকআপ গাড়ি চলাচলও বন্ধ রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার সফর

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের আজ দুই জেলা পরিদর্শন করার কথা রয়েছে।

58Shares