No reporter name available.
দেশের বাজারে সোনার দাম প্রথমবারের মতো প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার টাকা ছাড়িয়েছে। এক লাফে ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা। তাতে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় উঠেছে সোনার দাম। স্বর্ণালংকার বিক্রি ও প্রস্তুতের সঙ্গে জড়িত স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। এ কারণে নতুন করে সোনার দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার থেকে দেশের সব স্থানে কার্যকর হবে। তাতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা।
এর আগে সর্বশেষ ১৫ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা, সেটিও ছিল দেশের বাজারে সোনার রেকর্ড দাম।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৯৯৮ টাকা। তাতে আগামীকাল থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ২৬ হাজার ৯৯৮ টাকায়। আজ শনিবার পর্যন্ত এই দাম ছিল ১ লাখ ২৪ হাজার টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ৫৭৮ টাকা বেড়ে আগামীকাল থেকে দাঁড়াবে ১ লাখ ৮ হাজার ৮৬০ টাকায়। আজ শনিবার পর্যন্ত এই মানের সোনার ভরির দাম ছিল ১ লাখ ৬ হাজার ২৮২ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরির দাম বাড়ছে ২ হাজার ২০৫ টাকা। তাতে এই সোনার ভরি দাঁড়াবে ৮৯ হাজার ২১৮ টাকা। আজ শনিবার পর্যন্ত দেশজুড়ে সোনার দোকানে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৮৭ হাজার ১৩ টাকা।