Search
Close this search box.
Search
Close this search box.

সাংবাদিক ও গবেষক বিশ্বজিত সেন আর নেই, শোক প্রকাশ

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপূরুষ এডভোকেট সুরেশ চন্দ্র সেনের ২য় পুত্র ও কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান জ্যেষ্ঠ সাংবাদিক, গবেষক ও কলামিস্ট বিশ্বজিত সেন বাঞ্চু আর নেই।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে পড়লে তাকে চট্রগ্রামের রয়েল হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১টা ১৫ মিনিট কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ব্রেন স্ট্রোক করেছেন বলে জানা গেছে।

রোববার রাত ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্বশানে তার শাবদাহ সম্পন্ন করা হয়।

এদিকে বিশ্বজিত সেন বাঞ্চুর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে শহরের প্রতিটি প্রান্তে । তাঁর এভাবে না ফেরার দেশে পাড়ি জমানো সবাইকে কষ্ট দিচ্ছে। সদা মিষ্টভাষী এই মানুষটি আর নেই সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে সকলেরই। বিশ্বজিত সেন বাঞ্চুর এই অকাল প্রয়াণে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে।

তাঁর মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবে সদস্যরা ছুটে যায় শহরের প্রধান সড়কের বন বিভাগের (উত্তর পার্শ্বে) তাঁর নিজ বাড়িতে । তাঁর শয়ানে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান সাংবাদিক আবু তাহের, মো: মুজিবুল ইসলাম, মাহবুবর রহমান, আব্দুল কুদ্দুস রানা, এড. আয়াছুর রহমান, ইকরাম চৌধূরী টিপু, সরওয়ার আজম মানিক, মো: জুনায়েদ, দীপক শর্মা দীপু, নুপা আলম, চঞ্চল দাশগুপ্ত, শংকর বড়ুয়া রুমী, মো. আজিজ, তৌফিকুল ইসলাম লিপু, সুজাউদ্দিন রুবেল প্রমুখ।

20Shares