কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সেনা কর্মকর্তার নাম মো. তানজিম সারোয়ার (২৩)। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট।
স্থানীয় লোকজন জানিয়েছেন, পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতদল হানা দিয়েছে-এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়। এসময় একজন ডাকাতকে ধরে ফেললে সেই ডাকাত তানজিম সারোয়ারকে ঘাড়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় সেনা কর্মকর্তা তানজিম মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেনাবাহিনীর অন্য সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামু সেনানিবাসে নিয়ে যান। সেখানে তিনি মৃত্যু বরণ করেন।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন, মাছ ব্যবসায়ী রেজাউলের বসতঘরে ডাকাতির প্রস্তুতির খবর আগেই ফাঁস হয়ে যায়। এ কারণে স্থানীয় লোকজন সেনা ক্যাম্পে রাতেই খবর দিয়ে রাখেন। যখন ডাকাতদল রেজাউলের বাড়িতে হানা দেয় তখন স্থানীয় পূর্ব মাইজপাড়া জামে মসজিদের মাইকে ডাকাতির খবর প্রচার করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালালে ছুরিকাঘাতে একজন লেফটেন্যান্ট নিহত হন।
লেফটেন্যান্ট তানজিম সারোয়ার সে স্থানে ছুরিকাঘাতের শিকার হন সেটি স্থানীয় মোহাম্মদ শাহ আলমের বসতঘরের উঠান। শাহ আলম বলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ডাকাতদলের সদস্যরা পূর্ব দিকে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন সেনাবাহিনীর বেশিরভাগ সদস্য তাঁদের পিছু নেয়। পশ্চিম দিকে দুজন ডাকাত যেতে চাইলে তাদের একজনকে ধরে ফেলেন তানজিম সারোয়ার। এসময় ওই ডাকাত তাকে ঘাড়ে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্য সেনা সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার একাধিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। মরদেহ সেনাবাহিনী হেফাজতে রয়েছে। ওসি বলেন, ঘটনার সময় সেনাবাহিনীর যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।
আজ বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি চকরিয়া থানার পুলিশকে ডাকাত ধরতে চিরুনি অভিযানের নির্দেশ দেন। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিব উর রাজা বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। ডাকাত গ্রেপ্তারে সাড়াশি অভিযান চালাতে পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন।