Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়া শিক্ষার্থী সংসদের আত্মপ্রকাশ, ২০ সদস্যের কমিটি

কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পেকুয়া শিক্ষার্থী সংসদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর এক বিবৃতির মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

পেকুয়া শিক্ষার্থী সংসদ একটি অরাজনৈতিক, শিক্ষার্থীবান্ধব, উন্নয়নমূলক ও সেবামূলক একটি সংগঠন। যা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। তাদের মূল লক্ষ্য পেকুয়ার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ক্যারিয়ার গঠন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা।

সংগঠনটিতে ৬ জনকে আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪ জনকে সদস্য সচিবসহ মোট ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী চার মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে উল্লেখ করা হয়।

এই সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পেকুয়ার শিক্ষার্থীদের নিয়ে গঠিত। যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে তোফাজ্জল হোসেন আসিফ, জয়নাল আবেদিন ছোটন, ফরহাদ উদ্দিন ইফতিয়ার, গোলাম মুস্তফা, আ.জ.ম আবুল বয়ান ও মো. আরকানকে।

যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাইদুল ইসলাম সাঈদ, মো. কাইছার, আব্দুল কাইয়্যুম মাহির, মো. শাওন, শেখ মোহাম্মদ, মো. কাশেম, মোহাম্মদ জিহাদ, তাইফুল ইসলাম তামিম, হারুনুর রশিদ ও রুকন উদ্দিনকে।

সদস্য সচিব রয়েছেন হোছাইন মোহাম্মদ মানিক, শাফায়েত হোসেন, তাওসিফ শাহারিয়ার ও আবিদুর রহমান।

পেকুয়া শিক্ষার্থী সংসদের উপদেষ্টা হিসেবে রয়েছেন ইমরান হাসান শাহীন, মিশকাত কবির আজাদ, হাসিবুল হাসান দীনার, আবু সাঈদ ও মোহাম্মদ জাহেদ।

দায়িত্বপ্রাপ্তরা জানান, আগামী চার মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাব। সেখানে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্লাটফর্মে এনে সকলের সাথে সমন্বয় রেখে সংগঠনটি এগিয়ে নেওয়া হবে।

40Shares