কক্সবাজারের চকরিয়ায় বনাঞ্চল থেকে লোকালয়ে ছুটে আসা দলছুট বন্যহাতির আক্রমণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩জন আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর ২নং ওয়ার্ড খন্দকার পাড়ায় বসতবাড়ির উঠানে ঘটেছে এ ঘটনা।
আহতেরা হলেন ওই এলাকার আবুল কালামের ছেলে শহীদুল্লাহ পারভেজ (৩৫), তার স্ত্রী আসমাউল হোসনে (২৭) ও ছোট ভাই লুৎফর রহমান (২১)।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক। তিনি বলেন, বুধবার রাত দশটার দিকে বাড়ির উঠানে আওয়াজ শুনে দরজা খুলে বাড়ি থেকে বের হয় পারভেজ। এসময় সে হাতির আক্রমনের শিকার হয়। তার চিৎকারে ছোট ভাই লুৎফর ও পরে পারভেজের স্ত্রী আসমাও বের হলে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়।
ইউপি চেয়ারম্যান বলেন, হাতির আক্রমণে একই পরিবারের আহত তিনজনকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।