No reporter name available.
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা বাজারপাড়া এলাকায় মোহাম্মদ ওয়াসিমের বাড়িতে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার বেলা ১২টার দিকে তিনি সেখানে যান। ওয়াসিম কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে গত ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে নিহত হন।
ওয়াসিমের পরিবারের সদস্যদের স্বান্তনা দেয়ার পর সাংবাদিকদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, 'ওয়াসিম এই গণবিপ্লবে দ্বিতীয় শহীদ। প্রথম শহীদ রংপুরের সাঈদ। তাঁদের রক্তদানের মধ্য দিয়ে এ দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। আমরা নতুনভাবে বিজয় দিবস পেয়েছি।'
ওয়াসিমের স্মৃতি চারণ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, 'ওয়াসিম আমাকে দেখতে গিয়েছিল ভারতের শিলংয়ে। ফিরে আসার দুই-তিন সপ্তাহের মধ্যে সে শহীদ হয়েছে। ওয়াসিমের মৃত্যু অর্থবহ মৃত্যু। মানুষের মৃত্যু আছে কিন্তু জাতীর মুক্তি সংগ্রামের জন্য, গণতন্ত্রের জন্য, গণবিপ্লবে যাঁরা শহীদ হয়েছে তাঁরা এ জাতির বীর সন্তান।'
সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, 'এ জাতি তাঁদের যতদিন এ দেশ থাকবে, স্বাধীনতা থাকবে স্মরণ রাখবে। মা-বাপকে স্বান্তনা দেওয়ার ভাষা আমার নেই। তবে ওয়াসিমের পিতা-মাতার গর্ববোধ করা উচিত। আমরা সবাই একেকজন ওয়াসিমের সেই চেতনাকে ধারণ করে বাংলাদেশে প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র -আমরা সুসংহত রাখার চেষ্টা করবো। এটাই হবে আমাদের শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করার একমাত্র রাস্তা।'
পরে ওয়াসিমের মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সালাহউদ্দিন আহমেদ। এসময় ওয়াসিমের পরিবারের সদস্যরা ছাড়াও পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, যুবদল নেতা মাহমুদুল করিম, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোছাইন।