Search
Close this search box.
Search
Close this search box.

সেনা কর্মকর্তা তানজিমের গলায় ছুরি চালানো নাছির আরেক সহযোগীসহ গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের গলায় ছুরি চালানো নাছির উদ্দিন আরেক সহযোগীসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। এসময় তাঁদের কাছ থেকে দেশে তৈরি দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার ভোর পাঁচটার দিকে চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) ও ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)। এরমধ্যে নাছির উদ্দিন সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের গলায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিতকারী বলে র‍্যাব দাবি করেছে।

র‍্যাব-১৫, কক্সবাজার এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বলেন, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার মূল হত্যাকারী ডাকাত নাছির উদ্দিনসহ তাঁর সহযোগী ডাকাত এনামকে দেশে তৈরি দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, গ্রেপ্তার দুজনকে আজ শনিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে। গ্রেপ্তার দুজনের মধ্যে নাছির উদ্দিন এজাহারনামীয় আর এনাম তদন্তে প্রাপ্ত আসামি। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি নতুন মামলা রুজু করা হয়েছে।

25Shares