Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার রাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় রাস্তার পাশে ঘাসের ভেতর থেকে এই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫, কক্সবাজার এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

‌র‍্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের একটি দল শুক্রবার রাত আটটার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পূর্ব মাইজপাড়া এলাকায় রাস্তার পাশে ঘাসের ভেতর থেকে দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডে জড়িত গ্রেপ্তার আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তাঁদের দেয়া তথ্যমতে, উদ্ধার করা অস্ত্রটি হত্যাকাণ্ডের সময় তাঁদের সঙ্গে ছিল।

গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারান লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, অস্ত্রটি যেহেতু হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত হয়েছে তাই এটি জব্দ দেখানো হয়েছে।

1Shares