Search
Close this search box.
Search
Close this search box.

লবণবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় লবণবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুস ছালাম (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার টৈটং ইউনিয়নের বকসু মোড়ার মৃত নুরুল আলমের ছেলে। আজ রোববার বিকেল তিনটার দিকে পেকুয়া চৌমুহনী গোলচত্ত্বরে এ ঘটনা ঘটে।

আব্দুস ছালাম টৈটং এলাকায় মরিচের ব্যবসা করেন। তবে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি। তিনি পেকুয়া বাজার থেকে মরিচ আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন ।

প্রত্যক্ষদর্শীরা বলেন, পেকুয়া চৌমুহনীর গোল চত্বরে রাস্তা পারাপারের সময় পেকুয়া বাজার থেকে চট্টগ্রামগামী একটি লবণ বোঝাই ট্রাক আব্দুস ছালামকে চাপা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাঁর দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন গিয়ে মরদেহ উদ্ধার করেন। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় চালক ও সহকারী কাউকে আটক করা যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।

30Shares