কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফকে ফিরে পেতে ২৪ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গত শনিবার রাত নয়টার দিকে পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফ অপহৃত হন।
আরিফকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আজ মঙ্গলবার সকাল ১০টায় পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধন থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আরিফকে অক্ষত অবস্থায় ফেরত দিতে দাবি জানানো হয়। যদি ২৪ ঘন্টা পার হয়, এরপর থেকে পেকুয়া থানার ভেতরে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পেকুয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরী, পেকুয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাসান রব্বানী, পেকুয়া উপজেলা কিন্ডার গার্টেন স্কুল এসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন, পেকুয়া সেন্ট্রাল স্কুলের শিক্ষক মুজিবুল হক চৌধুরী, পেকুয়া চৌমুহনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেলাল ছিদ্দিকী, অপহৃত শিক্ষক মোহাম্মদ আরিফের ছোটভাই চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক রিয়াদ ইসলাম, মাতবরপাড়া আলোকিত পাঠশালার উপদেষ্টা আরিফুল ইসলাম, পেকুয়া শিক্ষার্থী সংসদের সদস্য সচিব আবিদুর রহমান ও ছাত্রনেতা হিরন সরওয়ার প্রমুখ।
আরিফের পরিবারের পক্ষে জানানো হয়, গত শনিবার রাত নয়টা পর্যন্ত আরিফকে পেকুয়া চৌমুহনীতে দেখা গেছে। এরপর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রোববার সকালে তাঁর (আরিফের) মুঠোফোন থেকে কল করে ২৫ লাখ টাকা দাবি করা হয়। পণমূল্য নিয়ে চট্টগ্রামের বন্দর এলাকায় যেতে বলেন অপহরণকারীরা। দেরি হলে মেরে ফেলার হুমকি দেয়া হয়। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে পণমূল্য। দ্বিতীয় দফায় ফোন করে ৩৫ লাখ, তৃতীয় দফায় ৪০ লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা। পরে আরিফের স্ত্রী মেহবুবা আনোয়ার পেকুয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পেকুয়া থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, অপহৃত শিক্ষককে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।