Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় রেললাইনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দুইটা ২৫ মিনিটে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নিহত ওই বৃদ্ধের পরিচয় নিশ্চিত করা যায়নি।

স্থানীয় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারহানা আফরিন বলেন, নিহত বৃদ্ধের বয়স ৬০। তিনি রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন। এখন পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ছয়টা) তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চকরিয়া রেলওয়ে স্টেশনের ইনচার্জ ফরহাদ চৌধুরী বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে পর্যটক এক্সপ্রেসে কাটা পড়েন ওই বৃদ্ধ। পরে স্থানীয় লোকজন তাকে রেললাইন থেকে সরিয়ে নেন। পুলিশ নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা করছে।

2Shares