Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় সড়কের পাশে পড়ে ছিল লাশ

কক্সবাজারের পেকুয়ায় সড়কের পাশে পড়েছিল এক ব্যক্তির লাশ। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কুমপাড়া রাস্তার মাথা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পেকুয়া থানার পুলিশ জানায়, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিহতের পরিচয় জামাল হোসেন (৫২)। তাঁর বাবার নাম মীর হোসেন, মাতার নাম ফাতেমা বেগম। তাঁর ঠিকানা বান্দরবান সদর উপজেলার বাসটার্মিনাল সংলগ্ন মধ্যম হাফেজ ঘোনা এলাকা। অস্থায়ীভাবে বসবাস করেন সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে।

স্থানীয়রা জানান, জামাল হোসেন মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। অনেকদিন ধরে তাকে পেকুয়ার বিভিন্ন জায়গায় দেখা গেছে। কারও সঙ্গে তেমন কথা বলতেন না। হঠাৎ করে রাস্তার পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সকাল দশটায় মগনামার একটি রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এদিকে পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের লোকজন এলে লাশ ময়নাতদন্ত করার পর তাদের কাছে হস্তান্তর করা হবে।

1Shares