কক্সবাজারের চকরিয়ায় ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক মারা গেছেন। শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. তামিম (২৫)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় লোকজন বলেন, তামিম মোটরসাইকেল নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক্টর তাকে মুখোমুখি ধাক্কা দেয়। ট্রাক্টরটির আলো ছিল না। অন্ধকারে মহাসড়ক হয়ে যাচ্ছিল। এতেই দুর্ঘটনাটি ঘটে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও হরদম চলছে। ট্রাক্টরটির লাইট না থাকায় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল আরোহী তামিম।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রাক্টরটির লাইট না থাকায় ঘুটঘুটে অন্ধকারে দুর্ঘটনাটি ঘটেছে। অনেক চেষ্টার পরও ট্রাক্টরটি আটক করা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।