👤 নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। আজ সোমবার ভোরে জামতলি আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৫) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম পেটান আলী। তিনি হাকিমপাড়া আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৪) ই-৩ ব্লকের আলী মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ একাধিক মামলা আছে।
এ প্রসঙ্গে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বলেন, আজ ভোরে আশ্রয়শিবিরের এ-৬ ব্লকে আরসার কিছু অস্ত্রধারী সদস্য সেখানে জড়ো হয়েছিলেন। খবর পেয়ে র্যাব, বিজিবি ও এপিবিএন পুলিশের যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় দেশীয় একটি বন্দুক, দুটি গুলিসহ পেটানকে গ্রেপ্তার করা হলেও অন্যরা পালিয়ে গেছেন।
পেটান আলী আরসার একজন সক্রিয় সদস্য জানিয়ে র্যাব দাবি করেছে, তাঁর বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা আছে।