চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর ঝনঝইন্যা সেতু এলাকায় বাস-অটোরিকশা-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে এক শিশু মারা গেছে। আহত হয়েছেন অন্তত ১০জন। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মারিয়া মনি (১)। সে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকার মোহাম্মদ আমিনের মেয়ে।
আহতেরা হলেন বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকার আলী হোসেনের ছেলে ও নিহত শিশুর বাবা মোহাম্মদ আমিন (৩৪), তাঁর স্ত্রী শাহিন আক্তার (৩০), ছেলে মোহাম্মদ ইয়াছিন (৮), মেয়ে সুমাইয়া (১০), মোহাম্মদ আমিনের মা রশিদা বেগম (৬৫), আমিনের ছোট ভাই জয়নালের স্ত্রী শাহিদা বেগম (২৮), তাঁর মেয়ে রিফা মনি (৮), সিএনজি চালিত অটোরিকশার চালক রবি আলম (৩০), ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রী পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ মুজাহিদ (৩৬) ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভিলেজার পাড়ার মৃত আবদুল গফুরের স্ত্রী সাহারা খাতুন (৬২)। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হতাহতদের পরিবারের লোকজন বলেন, আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে মোহাম্মদ আমিন পরিবারের সদস্যদের নিয়ে ছোটভাই জয়নালের শ্বশুর বাড়ি ঈদগাঁও যাচ্ছিলেন।পথিমধ্যে ফাঁসিয়াখালীর ঝনঝইন্যা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইকের (টমটম) ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একই পারিবারের শিশুসহ আটজন যাত্রী গুরুতর আহত হয়। তৎমধ্যে শিশু মারিয়া মনি নিহত হয়। এছাড়াও ইজিবাইকের দুইজন যাত্রী ও অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. শাহিন মিয়া বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে বাস জব্দ করা যায়নি।