Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি গঠিত

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বারবাকিয়া জেলি কমিউনিটি সেন্টারে সোমবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সকলের সর্বসম্মতিক্রমে সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মহসীনকে সভাপতি, ছালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক ও বাগগুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহমদ হোসাইনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া কমিটিতে সিনিয়র সহসভাপতি রমিজ রেজা ও জিগারা আকতার বানু, সহসভাপতি মিজানুল করিম, নজরুল ইসলাম, সেলিমুল হক, সেলিম উদ্দিন, ছাবেকুন নাহার, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক (মহিলা) খালেছা বেগম, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, ওমর ফারুক, যুগ্ম সম্পাদক (মহিলা) পারভীন আক্তার, সহসম্পাদক কামাল হোছাইন, এস এম শওকত, সহসম্পাদক (মহিলা) সাবিনা নাছরিন, মহিলা সম্পাদক তানিন জান্নাত, সহমহিলা সম্পাদক ফরিদা ইয়াছমিন, সহসাংগঠনিক সম্পাদক আবুল হোছাইন, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম, সহঅর্থ সম্পাদক আব্দুর রহিম হালী, দপ্তর সম্পাদক আমান উল্লাহ, সহদপ্তর সম্পাদক আশরাফ আলী, ধর্ম সম্পাদক রুহুল কাদের, সহধর্ম সম্পাদক মোহাম্মদ নোমান, শিক্ষা সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, সহশিক্ষা সম্পাদক জহিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক ইলিয়াছ কোবরা, সহসাহিত্য সম্পাদক ঝুলন রানী দেব, সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক নাজিম উদ্দিন, সহসাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক কামরুল হাসান জয়নাল, যোগাযোগ সম্পাদক কামরুন নাহার, সহযোগাযোগ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, প্রচার সম্পাদক উৎপল কান্তি নাথ, সহপ্রচার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া সম্পাদক জাকের হোছাইন, সহক্রীড়া সম্পাদক ছরওয়ার উদ্দিন, মিডিয়া সম্পাদক শাহাদাত হোছাইন, প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোছাইন, আইসিটি সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সহআইসিটি সম্পাদক ইকবাল হোছাইন, কল্যাণ ট্রাস্ট সম্পাদক ছরওয়ার কামাল, কাব স্কাউটিং সম্পাদক অনুপম কান্তি নাথ, সমাজ কল্যাণ সম্পাদক সোহেল রানা, পরিবেশ সম্পাদক নুর মোস্তফা ফেরদৌস, সমবায় সম্পাদক ওয়াজেদ আলী, সদস্য পদে আরিফ উদ্দিন ও জেসমিন আকতারকে মনোনীত করা হয়।

এ দিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার নবাগত কমিটি গঠন হওয়ায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

43Shares