Search
Close this search box.
Search
Close this search box.

জারুলবনিয়া রাস্তা সংষ্কার পরিষদের দোয়া মাহফিল ও উপহার সামগ্রী বিতরণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকার রাস্তা সংস্কারে অকুন্ঠ সমর্থন ও আর্থিকভাবে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা, আর্থিক উন্নতি, এলাকার সম্প্রীতি ও সকলের সুস্বাস্থ্য কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জারুলবনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া রাস্তা সংস্কার পরিষদ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

স্থানীয় ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি,নেজাম উদ্দিন, পল্লী চিকিৎসক আব্দুল জাব্বার, নুরুল হাকিম, রোকন উদ্দিন, শফিউল আলম,জাকের হোসাইন, আবুল আহমদ, সমাজ প্রতিনিধি গোলাম রহমান, আল সেহরি ও মো. হেলাল উদ্দিন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো কাজের সমালোচনা থাকবে। এতে দুঃখ করার কিছু নেই। সমালোচনায় কান দিলে কাজের ব্যাঘাত হতে পারে। আপনারা যেভাবর নিজের দায়বদ্ধতা থেকে সমাজের ভালো কাজে এগিয়ে এসেছেন তা প্রশংসার দাবি রাখে। ভালো কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, ঢালারমুখ থেকে চেপ্টামুড়া পর্যন্ত প্রবাহমান ছড়া সংষ্কার খুবই প্রয়োজন। যদি তা সংষ্কার করা না হলে প্রতি বর্ষার মৌসুমে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কসহ গ্রমীন সড়কগুলো আবারও তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অবিলম্বে প্রবাহমান ছড়া খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কয়েক দফা টানা ভারী বর্ষণে শিলখালী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত ও মোবারেকা এভিনিউ সড়ক বিধ্বস্ত ও বিভিন্ন গ্রামীণ সড়ক তলিয়ে যায়। বিস্তীর্ণ জনপদের এসব সড়কের গুরুত্বপূর্ণ ২২টি ছোট বড় বিধ্বস্ত স্থানে রাস্তা সংষ্কারের উদ্যোগ নেয় সংষ্কার পরিষদ। দেশ-বিদেশে অবস্থানরত সকলের আর্থিক সহায়তায় প্রায় চার লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে সংষ্কার কাজ সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে এতোদিন এলাকার মৃত মানুষ দাফনের জন্য বিনাশ্রমে যাঁরা কবর খনন কাজে অংশ নিয়েছেন তাঁদের মাঝে বিশেষ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

19Shares