Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় বাড়ির পাশে পুকুরে ডুবে সাবরিনা হক হাবিবা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে ঘটেছে এ ঘটনা।

শিশু হাবিবা ফাঁসিয়াখালী ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ছাইরাখালী প্রিমিয়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ হাফিজুল হকের মেয়ে। 

পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন। তিনি বলেন, মঙ্গলবার বিকেল তিনটার দিকে বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে পরিবার সদস্যদের অগোচরে শিশু হাবিবা হেঁটে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবার ও প্রতিবেশি লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। 

14Shares