কক্সবাজারের কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ চার ডাকাতকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন স্থানীয় জলদস্যু ও ডাকাতদলের সদস্য ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত, সুজা উদ্দিন, মো. সাহেদ ও নেসার উদ্দিন। নৌ কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া উপজলোর আলী আকবর ডেইল, তাবালের চর, কৈয়ারবিল, উত্তর ধুরুং ও লেমশীখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। ওই সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি একনলা বন্দুক, দেশে তৈরি একটি রাইফেল, ছয়টি কার্তুজ, আটটি তাজা গোলা, দুটি এমটি কার্টিজ, দুটি চাপাতি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। পরে অস্ত্রসহ তাঁদের কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সাইদা তাপসী রাবেয়া লোপা।