Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ায় পরিত্যক্ত অবস্থায় দুইটি অস্ত্র উদ্ধার

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে যৌথবাহিনী এ অভিযান চালায়।

পুলিশ জানায়, পেকুয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলিগ্যাকাটা সরকারি জলাশয়ের বাঁধ থেকে দেশে তৈরি একটি বন্দুক, দেশে তৈরি একনলা লম্বা বন্দুক একটি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে যৌথবাহিনী। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

15Shares