কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে যৌথবাহিনী এ অভিযান চালায়।
পুলিশ জানায়, পেকুয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলিগ্যাকাটা সরকারি জলাশয়ের বাঁধ থেকে দেশে তৈরি একটি বন্দুক, দেশে তৈরি একনলা লম্বা বন্দুক একটি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে যৌথবাহিনী। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।
15Shares