👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে ডুবে মো. তামিদুল হোসেন নাছিম (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
তামিদুল সাহারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও চকরিয়া বায়তুশ শরফ জামে মসজিদের মুয়াজ্জিন তোসাদ্দেক হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন বলেন, তামিদুল স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সে সাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে গোসল করতে নামে। এসময় সেখানে ডুবে মারা যায় তামিদুল।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া পুকুরে ডুবে কিশোর তামিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।