কক্সবাজারের টেকনাফে বেলাল উদ্দিন (৩২) নামের এক যুবককে অস্ত্রের মুখে ঘর থেকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মুঠোফোনের মাধ্যমে তাঁর পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। গতকাল রোববার রাত তিনটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালীর নিজ বসতঘর থেকে তাঁকে অপহরণ করা হয়। বেলালের চাচাতো ভাই ফরিদ হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
বেলাল উদ্দিন কক্সবাজার বার কাউন্সিল ভবনের নিচতলার ফটোকপির দোকানদার। তাঁর চাচাতো ভাই ফরিদ হোসেন বলেন, বেলাল কক্সবাজার শহরের আদালত প্রাঙ্গণে ফটোকপির দোকান করে সংসার চালিয়ে আসছিলেন। প্রতি সপ্তাহে ছুটির দিনে নিজ গ্রামে যান তিনি। গতকাল বসতঘর থেকে রাত তিনটার দিকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে পাহাড়ের দিকে নিয়ে যায়। বিকেলের দিকে পরিবারের কাছে ফোন করে প্রথমে ৭০ লাখ টাকা ও পরে ৫০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। প্রশাসন ও কাউকে এ বিষয়ে জানালে বেলালকে হত্যা করে লাশ গুম করা হবে বলেও হুমকি দেয় তারা।
বাহারছড়ার ইউপি সদস্য হাফেজ আহমেদ বলেন, এক বছরের বেশি সময় ধরে পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের আস্তানা গড়ে তুলেছে। প্রায় সময় স্থানীয় লোকজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে টাকা আদায় করে আসছে। বিশেষ করে, পাহাড়ি এলাকায় বসবাসকারীরা বাড়ি ফিরতেও ভয় পান।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩২ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭৭ জন স্থানীয় বাসিন্দা, ৫৪ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৭ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ইতিমধ্যে অপহৃত যুবককে উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।