Search
Close this search box.
Search
Close this search box.

টেকনাফে স্পিডবোট উল্টে শিশু নিখোঁজ, উদ্ধার ১০

কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন বিকল্প নৌপথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে যাত্রীসহ উল্টে গেছে একটি স্পিডবোট। দুর্ঘটনার পর স্পিডবোটের চালকসহ ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছে আট বছর বয়সী এক শিশু। আজ সোমবার বেলা ১১টার দিকে নৌপথটির বদরমোকামের গোলগরা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর নাম নূর আলিশা। সে টেকনাফ উপজেলার দ্বীপ ইউনিয়ন সেন্ট মার্টিনের পূর্ব পাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে।
স্পিডবোটটির যাত্রী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চালকসহ স্পিডবোটটিতে ১১ জন ছিলেন। যাত্রীদের তিনজন ছিল শিশু। সকালে স্পিডবোটটি শাহপরীর দ্বীপের উদ্দেশে সেন্ট মার্টিন ছেড়ে আসে। বেলা ১১টার দিকে নৌপথের গোলগরা নামক এলাকায় আসার পর স্পিডবোটটি উত্তাল ঢেউয়ের কবলে পড়ে যাত্রীসহ উল্টে যায়। খবর পেয়ে আশপাশে থাকা মাঝি-মাল্লাসহ স্থানীয় বাসিন্দারা স্পিডবোটে থাকা ১০ জনকে উদ্ধার করেন। তবে এক শিশুর খোঁজ মেলেনি।

নিখোঁজ শিশুর বাবা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘চালকের অদক্ষতায় স্পিডবোটটি উল্টে গেছে। দুর্ঘটনার পর যাত্রীরা সবাই পানিতে ভাসতে থাকেন। আমিও দুই শিশু সন্তানকে হাতে ধরে কিছুক্ষণ সাঁতার কেটেছি। একপর্যায়ে আমার ডান হাতে থাকা শিশু আলিশা ঢেউয়ের কবলে পড়ে হাত থেকে ছুটে যায়।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, স্থানীয় লোকজন ও স্পিডবোট মালিক সমিতির লোকজন নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

18Shares