👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া পৌরশহর থেকে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। চকরিয়া পুরোনো বাসস্যাণ্ড থেকে থানা রাস্তার মাথা পর্যন্ত এক কিলোমিটার মহাসড়কের ফুটপাত দখল করে এসব দোকান গড়ে উঠেছিল।
আজ বুধবার বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অংশ নেন চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইরফান উদ্দীন, পৌর সচিব মাসউদ মোর্শেদ। তাঁদের সহযোগিতা দেয় পুলিশ, সেনাবাহিনী, আনসার, সড়ক বিভাগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন বলেন, ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান ও গাড়ি পার্কিং স্টেশনের কারণে মানুষ হাঁটতে পারে না। ঘণ্টার পর ঘণ্টা দূর পাল্লার বাস যানজটে আটকে থাকত। এতে চরম দূর্ভোগ পোহাচ্ছে মানুষ।
এরফান উদ্দিন আরও বলেন, অভিযানে কাউকে জরিমানা করা হয়নি। তবে মহাসড়কের এক কিলোমিটার অংশে অভিযান চালিয়ে অন্তত দুই শতাধিক ভাসমান দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়েছে। এখানে আর কাউকে বসতে দেয়া হবে না।
চকরিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ বলেন, পৌর শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। ব্যবসায়ীরা সহযোগিতা করলে এখানে আর কোনো দোকান বসতে পারবে না।