Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের একটি গ্রামে কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওসমান গনি (৪২) হারবাং ইউনিয়নের কাট্টলীপাড়া এলাকার বাসিন্দা।

কিশোরীর বাবা বলেন, তাঁর মেয়ে প্রতিবন্ধী (বিশেষ চাহিদা সম্পন্ন)। গত শনিবার রাত ১২ টার দিকে দরজা বন্ধ করে তিনি বাড়িতে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর বারান্দায় খাটের উপর ঘুমানো তাঁর মেয়ের কান্না শুনতে পান। এসময় তিনি দৌঁড়ে মেয়ের কক্ষে গেলে ওসমান গনিকে দেখতে পান এবং তাকে ধরার চেষ্টা করেন। পরে বিষয়টি ওসমানের পরিবারকে জানালেও কোনো বিচার পাননি তিনি।

কিশোরীর বাবা আরও বলেন, তাঁর এক ছেলে চট্টগ্রামে পড়াশোনা করেন। এ কারনে মেয়েকে নিয়ে পরদিন ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। সেখানে চিকিৎসা শেষ করে গতকাল মঙ্গলবার চকরিয়া থানায় এজাহার দেন তিনি। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ওমমানকে আটক করে থানায় নিয়ে যায়।

চকরিযা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর  কাদের ভূঁইয়া বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

5Shares