Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু

বজ্রপাতের শিকার হয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালীর পূর্ব পাড়া এলাকায় এক কিশোরী মারা গেছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী রোকসানা আকতার (১৬) স্থানীয় জাকের আহমদের মেয়ে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মামুন বলেন, আজ বিকেল পাঁচটার পরে চকরিয়ায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। জাকের আহমদের কয়েকটি গরু তখন বাড়ির পাশের বিলে চরছিল। রোকসানা গরুগুলো আনতে বিলে গেলে বজ্রপাতের শিকার হন। এসময় ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, বজ্রপাতে নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অপমৃত্যু হওয়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0Shares