‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই স্লোগান নিয়ে কক্সবাজার জেলার চকরিয়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে
বর্ণাট্য র্যালী অনুষ্ঠিত হয়।
পরে বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে মোহনায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফখরুল ইসলাম।
উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ, বৈষম্যের ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার সহসভাপতি নাফিজ গণি বিপু, সহসম্পাদক সুধীর চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, যুব বিষয়ক সম্পাদক এম আলি হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সচেতন নাগরিক প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে চলাচলের পথ নিরাপদ করতে আগে নিজেদের সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন। জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা বাড়াতে হবে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
পরে নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া শাখার পক্ষ থেকে চকরিয়া পৌর শহরকে যানজট মুক্ত ও সড়ক দুর্ঘটনা মুক্ত করতে বিশেষ অবদানের জন্য চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলামকে এবং পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।