👤 নিজস্ব প্রতিবেদক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকার অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ওই এলাকা থেকে ডুলাহাজারার শীর্ষ ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে ওরফে ভিন্ডি কামালকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল শুক্রবার রাত নয়টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল উদ্দিন ডাকাতির ঘটনায় তাঁর সম্পৃক্ততা স্বীকার করেছে। এই পর্যন্ত হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাঁদের মধ্যে তিনজন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত। গ্রেপ্তার কামালকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর রাত তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারান লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। পরদিন বিকেলে তাঁর লাশ টাঙ্গাইলে নিজ বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষে চকরিয়া থানায় মামলা করা হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক অরূপ কুমার চৌধুরী বলেন, সেনাবাহিনী আজ শুক্রবার রাত সোয়া নয়টার দিকে গ্রেপ্তার আসামি কামাল উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে। কাল শনিবার তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।