কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর একটার দিকে কৈয়ারবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল চকরিয়ার সাবেক সংসদ সদস্য জাফর আলমের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
পুলিশ জানিয়েছে, ইউপি চেয়ারম্যান মক্কী ইকবালের বিরুদ্ধে দ্বাদশ সংসদ নির্বাচনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে মারামারিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের একাধিক মামলা থানা ও আদালতে চলমান রয়েছে। তাকে একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মক্কী ইকবাল হোসেনকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।