No reporter name available.
কক্সবাজারের চকরিয়ায় যুবলীগের নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় দেশে তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল হামিদ ওরেফ সোনামিয়া (৩৮), চকরিয়া পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকার বাসিন্দা ও সাবেক সংসদ সদস্য জাফর আলমের অস্ত্রধারী ক্যাডার মহিউদ্দিন ওরফে খোকন (৪০), কৈয়ারবিল এলাকার যুবলীগের কর্মী মো. মুরাদ (২৭) ও চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপ এলাকার আওয়ামী লীগের কর্মী নুরুল মিয়া (৩২)। এরমধ্যে যুবলীগের নেতা আব্দুল হামিদকে একটি হত্যা চেষ্টা মামলায় ও মহিউদ্দিনকে ২০২৩ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে চকরিয়া পৌরশহরে নিহত জামায়াত কর্মী মোহাম্মদ ফোরকান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুরাদ ও নুরুল মিয়াকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গতকাল রোববার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মক্কী ইকবালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকেও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় খুটাখালী ইউনিয়নের গোদারফাঁড়ি এলাকার মো. লিটনের পোলট্রি ফার্মের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেপ্তার চারজনকে আজ সোমবার দুপুর দুইটার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে।