Search
Close this search box.
Search
Close this search box.

মহেশখালী থেকে রোহিঙ্গা শিবিরে পাচারের সময় অস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী থেকে দেশে তৈরি চারটি বন্দুক টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাচারের সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাটের পন্টুন থেকে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন টেকনাফ পৌরসভার বাসিন্দা খুরশীদা আক্তার (২৬) ও তাঁর স্বামী দেলোয়ার হোসেন (৩২)। পুলিশ জানায়, মহেশখালীর পাহাড়ে অস্ত্র তৈরির বেশ কয়েকটি ভ্রাম্যমাণ কারখানা রয়েছে। কারখানায় উৎপাদিত আগ্নেয়াস্ত্র কম দামে কিনে উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরসহ সন্ত্রাসীগোষ্ঠীর কাছে পৌঁছে দিচ্ছে পাচারকারীরা।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, মহেশখালী থেকে অস্ত্র পাচারকারী চক্র সাগরপথে কক্সবাজার শহরে আসছে। গতকাল সন্ধ্যায় মহেশখালী থেকে আসা একটি স্পিডবোট পন্টুনে ভেড়ার পর তল্লাশি করে ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের সঙ্গে থাকা কালো স্কুলব্যাগ তল্লাশি করে দেশে তৈরি চারটি অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। দুজনকে রাতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

1Shares