Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাফর আলম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাফর ওই কিশোরীর সৎ বাবা।

কিশোরীর মা বলেন, চার বছর আগে টেকনাফ উপজেলার বাসিন্দা জাফর আলমের সঙ্গে আমার বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। আমার আগের সংসারে একটি মেয়ে ছিল। চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকায় আমার সঙ্গে আমার মেয়েও থাকে। নানা কাজে ঘর থেকে বের হলে আমার অবর্তমানে বিভিন্ন সময়ে মেয়েকে কয়েকবার ধর্ষণ করে। প্রতিবারই ঘটনাটি মেয়ে চেপে গিয়েছে। গত শনিবার আমি বাসার বাইরে গেলে জাফর মেয়েকে আবারও ধর্ষণ করে। আমি বাসায় ফিরলে মেয়ে কাঁদতে থাকে। একপর্যায়ে জাফর কর্তৃক ধর্ষণের শিকার হওয়ার কথা স্বীকার করে মেয়ে। তাৎক্ষণিক তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করাই।

কিশোরীর মা আরও বলেন, মেয়ে আমার কাছে স্বীকার করা, পরবর্তীতে হাসপাতালে ভর্তি করানো-এসব জেনে জাফর আলম ওইদিন বাসা থেকে পালিয়ে যান। নানাভাবে তাকে বাসায় আনতে চেয়েও পারিনি। সর্বশেষ সোমবার রাতে জাফর আলমের মুঠোফোনে এক হাজার টাকা বিকাশ করে দিয়ে কৌশলে বাসায় ডেকে আনি। পরে পুলিশকে খবর দিলে বাসা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে জাফর আলম নামের একজন সৎ বাবাকে গ্রেপ্তার করা রয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

1Shares