👤 এম জিয়াবুল হক, চকরিয়া
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার আনজু মিয়ার ছেলে সাইফুল ইসলাম রানা (৩০), বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগনামাপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে মোঃ নাজিম উদ্দীন (৫২), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুটিয়াখালী পাড়া এলাকার আহম্মদ হোসেনের ছেলে আবুল বাশার (৩৫) ও টেকনাফ উপজেলার ডেইলপাড়া এলাকার আলী আহমদের ছেলে জাফর আলম (৪২)।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তার সাইফুল ইসলাম চকরিয়া থানা মামলা নং-৪০/৪১৪ এর আসামি, নাজিম উদ্দিন চকরিয়া থানার মামলা নং-৬১/৪৩৫, মামলার, আবুল বাশার চকরিয়া থানা মামলা নং-৬২/৪৩৬ মামলার ও জাফর আলম চকরিয়া থানা মামলা নং-৬৩/৪৩৭ মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেপ্তার চারজন আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।