Search
Close this search box.
Search
Close this search box.

চকরিয়ায় হত্যা করে লাশ ফেলা হয় খোলা বিলে

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভীর চর এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪২ বছর। আজ বুধবার দুপুর দুইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, হত্যার পর লাশটি সবজি খেতের খোলা বিলে ফেলা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় লোকজন বলেন, আজ সকাল পৌনে নয়টার দিকে স্থানীয় লোকজন খোলা বিলে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পরনে কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল হক। তিনি বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিটিকে একদিন আগে হত্যা করা হয়। তাঁর চোখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতে বিদ্যুতের শক দেয়ার চিহ্নও রয়েছে। হত্যার পর লাশটি খোলা বিলে ফেলা হয় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় মৌলভীর চর বাসিন্দা শেখ আহমদ (৫০) বলেন, তাঁর ছেলে আবুল খায়ের সকালে সবজি খেতে যাওয়ার সময় লাশটি দেখতে পায়। এরপর স্থানীয় লোকজনকে ডেকে লাশের অবস্থা দেখানো হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক ইয়াছির আরাফাত বলেন, লাশটি অজ্ঞাত হওয়ায় সিআইডিকে ঘটনাস্থলে আনা হয়। সিআইডি ফরেনসিকের জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে। এরপর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

1Shares