No reporter name available.
অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল। আইন, বিচার ও সংসদ বিষয়ক এই উপদেষ্টা সম্প্রতি জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক দায়িত্বও পেয়েছেন। এ ছাড়াও তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন। সম্প্রতি এই উপদেষ্টা সুইজারল্যান্ড সফরে গেছেন। এ ছাড়াও সুইজারল্যান্ড গেছেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। দুজনই ব্যক্তিগত সফরে গেছেন, নাকি সরকারি সফরে গেছেন, এ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত দুই দিনে আসিফ নজরুল ও আসিফ মাহমুদ দুজনই বিদেশের ছবি পোস্ট করেছেন, ‘সাংকেতিক ক্যাপশন’ দিয়েছেন। তবে তারা নির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করেননি। যার ফলে অনেকে ফেসবুকে গুঞ্জন রটানোর চেষ্টা করছেন।
মাস খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে, আসিফ নজরুল পালিয়ে বিদেশ চলে যাচ্ছেন। এ নিয়ে তখন বেশ জল ঘোলাও হয়। বাধ্য হয়ে তখন আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ভিডিও বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, ‘আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে, আমি কেন মিডিয়াতে অনুপস্থিত? এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা হচ্ছে। এমন কি কেউ কেউ এমন সব আজগুবি কথা বলেছেন, আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। এ ধরনের কোনো পরিকল্পনা বা চিন্তাও আমার মাথায় নেই।’
আসিফ নজরুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দুইদিন আগে পোস্ট দিয়েছেন, ‘আমি এখন ইউরোপে। অনেকদিন পর ভালো করে ঘুমাবো। কাল থেকে আবার কাজ।’ তবে ইউরোপের কোন দেশে তিনি গেছেন, তা তিনি উল্লেখ করেননি। অবশ্য, একদিন পর তিনি ফেসবুকে তা পরিষ্কার করেন। রবিবার (৩ নভেম্বর) সকালে তিনি ফেসবুকে লিখেন, ‘সানডে মর্নিং, জেনেভা’। এ ক্যাপশনের সঙ্গে আছে লেকের পাড়ে সকালবেলা বিভিন্ন মানুষের ‘মর্নিং ওয়াক’-এর ভিডিও। একই দিন তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, আসিফ নজরুল লেকের পাড়ে বসে আছেন।
অন্যদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুকে নিজের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, একটি লেকের পাড়ে দাঁড়িয়ে আছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘৫ ডিগ্রি সেলসিয়াসের শরৎকাল’। এ ছবিতেও অনেকে কমেন্টস করেছেন, তিনি সুইজারল্যান্ড গেছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম নিশ্চিত করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সুইজারল্যান্ড গেছেন সরকারি সফরে। জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫২তম সভায় যোগ দিয়েছেন তিনি। এছাড়াও তাদের সঙ্গে সুইজারল্যান্ড সফরে আছেন দুজন সচিব, দুজন অতিরিক্ত সচিব, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারিসহ ৮ জনের একটি দল।
আসিফ নজরুল ও আসিফ মাহমুদ দুজনই সুইজারল্যান্ড গেছেন, এ কথা তাদের ঘনিষ্টজনেরাও জানিয়েছেন। তবে তারা দুজনই গণমাধ্যমে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তারা কবে দেশে ফিরবেন, সেটা কোথাও উল্লেখ করেননি। এ বিষয়ে বক্তব্য জানতে আসিফ নজরুলের হোয়াটসঅ্যাপে কল করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি।