Search
Close this search box.
Search
Close this search box.

পেকুয়ার শিলখালীতে বখাটের ছুরিকাঘাতে যুবক আহত

কক্সবাজারের পেকুয়ায় নবী হোসেন প্রকাশ লালু (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় জসিম উদ্দিন নামের এক বখাটের বিরুদ্ধে। জসিম শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা এলাকায় মোহাম্মদ ফকিরের ছেলে।

গত ৪ নভেম্বর (সোমবার) দুপুর ২টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নবী হোসেন ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে। তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত নবী হোসেন লালু বলেন, শিলখালী ইউনিয়নের এতিমখানা এলাকায় একটি দোকানে বসে স্থানীয় বেশ কয়েকজন নারী নিয়ে অযাচিত মন্তব্য করে সমালোচনা করতে থাকেন বখাটে জসিম উদ্দিন। এলাকার নারীদের নিয়ে সমালোচনা করার এক পর্যায়ে আমি প্রতিবাদ করি এবং তাকে দোকানে বসে এধরণের আলাপ করতে বারন করি। তখন তিনি অনেকটা আমার উপর ক্ষিপ্ত হন এবং দোকানে সকলের সামনে আমাকে গালমন্দ করে বারবার মারধর করতে চেষ্টা করেন। দোকানে সাধারণ মানুষ উপস্থিত থাকার কারনে তিনি আমাকে মারধর করতে পারেননি। পরবর্তীতে আমি ওই দোকান থেকে হেঁটে একটু সামনে গেলে জসিম পেছন থেকে এসে আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে আমার বাম হাতের তিনটি রগ কেটে যায়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

29Shares