👤 নিজস্ব প্রতিবেদক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল বুধবার রাত ১১টার দিকে চকরিয়ার ফুলতলার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পেকুয়া বাজারে ছাত্রদলের মিছিলে গুলি করার অভিযোগে তিন বছর পর গত ২৯ অক্টোবর পেকুয়া থানায় একটি মামলা রুজু হয়। মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলম ও শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেনসহ ৩৫জনকে আসামি করা হয়। এই মামলায় কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।