কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে পাচারের চেষ্টাকালে ১২টি হনুমান উদ্ধার করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়ারছড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে গিয়ে বনকর্মীরা এসব হনুমান উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি।
বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, আজ দুপুরে উপজেলার শাপলাপুরের বারিয়ারছড়ি এলাকায় পাহাড়ের ভেতরে একটি পরিত্যক্ত বাড়িতে বিলুপ্তপ্রায় ১২টি হনুমান খাঁচায় বন্দী করে রাখা হয়। একদল বনদস্যু পাহাড় থেকে এসব হনুমান ধরে এনেছিলেন। তাঁরা হনুমানগুলো পাচার করতে চেয়েছিলেন।
পরে খবর পেয়ে মহেশখালী রেঞ্জের শাপলাপুর বিট কর্মকর্তা নুরে আলমের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় পাঁচটি বাচ্চাসহ ১২টি হনুমান উদ্ধার করা হয়। তবে পাচারকারী দলের কেউ ধরে পড়েনি।
জানতে চাইলে বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, এগুলো ছিল মুখপোড়া হনুমান। কিন্তু বনদস্যুরা পালিয়ে গেছেন। বিকেল পাঁচটার দিকে উদ্ধার করা হনুমানগুলো দিনেশপুর বনাঞ্চল জাম বাগানে অবমুক্ত করা হয়েছে।