No reporter name available.
দীর্ঘ একমাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে বান্দরবানে ভ্রমণ করতে পারছেন পর্যটকরা। বুধবার (৬ নভেম্বর) সকালে জেলাপ্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন এক সংবাদ সম্মেলনে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।
এতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে পর্যটকরা বান্দরবানের মেঘলা নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি ও প্রান্তিক লেকসহ লামার আলিকদম ও নাইক্ষ্যংছড়ির দর্শনীয় স্থানগুলো ভ্রমণে যেতে পারছেন।
তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা। পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
এর আগে, গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি - তিন পার্বত্য জেলা ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। এরপর থেকে বন্ধ হয়ে যায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বাতিল হয়ে যায় হোটেল মোটেলের বুকিং।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের তৎপরতার কারণে বান্দরবানের বিভিন্ন উপজেলায় দফায় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। সবশেষ রুমা, রোয়াংছড়ি ও থানচিতে নিষেধাজ্ঞা থাকলেও এসব উপজেলায় পর্যটক ভ্রমণ উন্মুক্ত ছিল। গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তার কারণে এগুলোতেও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।