Search
Close this search box.
Search
Close this search box.

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, এক রোহিঙ্গা আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কৃষিশ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বেলা তিনটার দিকে নাইক্ষ্যংছড়ির সীমান্ত পিলার ৩৪ ও ৩৫–এর মাঝামাঝি ভাজাবনিয়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গা কৃষিশ্রমিকের নাম মো. লেদু (৫০)। তিনি উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি একটি জমিতে কৃষিকাজ করছিলেন লেদু। কাজ করার একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে লেদুর বাঁ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের পর স্থানীয় লোকজন আহত লেদুকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে গেছেন।

2Shares